আলহামদুলিল্লাহ!!

সারা দেশে প্রায় ২০,০০০ এর বেশি মৌজা নকশা বিষয়ক অনলাইন ও অফলাইনে সেবা দিতে পেরেছি।  এখনও  সেবা চলমান। সেবা গ্রহিতার সংখ্যা কম করে হলেও ৫০০০+। 

নকশা কুরিয়ার করার পূর্বের মহুর্ত

আমরা শুধু হোয়াটসএপ, ইমু বা টেলিগ্রামে ম্যাপের অর্ডার নিয়ে থাকি।  প্রতিদিন অসংখ্য ফোন আসায় অনেক সময় অনেক ফোন রিসিভ সম্ভব হয় না।  তবে হোয়াটসএপ ও ইমুর শতভাগ মেসেজ গুরুত্ব দিয়ে দেখি এবং নোট করি।  

মৌজা ম্যাপ বা নকশা তোলার নিয়মাবলিঃ

আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা   কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার উপজেলাতে নিতে পারবেন  অথবা সরাসরি রিমন স্যারের ময়নামতি ল্যান্ড সার্ভে  অফিস, হেমায়েতপুর হতে নিতে পারবেন।    

  • ১ টি প্রিন্টেড নকশা তুলতে খরচ হবে ৭০০ টাকা। 
  • একাধিক ম্যাপ এর ক্ষেত্রে ৬৫০ টাকা প্রতি ম্যাপ।
  • কুরিয়ার এ নিলে চার্জ ৫০  টাকা। 

অর্থাৎ শুধু  ১ টি ম্যাপের সর্বমোট খরচ ৭৫০ টাকা।

উত্তোলনকৃত ম্যাপের সাথে  বড় সাইজের ডিজিটাল কপি নিতে চানঃ-  

  • প্রতি কপির জন্য অতিরিক্ত ৫০ টাকা।
  •  ইমেইলে সফট বা স্কেন কপি নিলে অতিরিক্ত  ৮০ টাকা।
  • লেমনেটিং এর জন্য ১৮০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে।
  • একাধিক ম্যাপ হলে খরচ প্রতি ম্যাপে ৬৫০ টাকা।
  • ৫ টির বেশী  ম্যাপ একসাথে নিলে প্রতি ম্যাপ ৬০০ টাকা।  

ম্যাপ এর আবেদন কনফার্ম করতে বাধ্যতামূলক  ৫০০ টাকা বিকাশ / রকেট / নগদের মাধ্যমে দিয়ে কনফার্ম করতে হবে, বাকি টাকা ম্যাপ আসার পর ইমু বা হোয়াইটস এপে ছবি দেখার পর দিতে পারবেন। ম্যাপ তুলতে ৫-৬ টি কর্মদিবস সময়  লাগবে। যদি কোনো কারণে ম্যাপ না পাওয়া যায় তাহলে আপনার সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। 

মৌজা ম্যাপ বা নকশা তুলতে যে তথ্য দিতে হবেঃ  

১. ম্যাপ বা রেকর্ড এর নামঃ- (যেমনঃ- Cs / Sa/ RS/ BS) 
২. জেলাঃ-
৩. থানাঃ-
৪. মৌজা ও জে এল নম্বরঃ-
৫ . সিট নম্বর অথবা দাগ নম্বরঃ-
 

যে কোন প্রয়োজন সার্ভেয়ার মোঃ রিমন খান
Mobile, Imo & whats App 

01811-811182( BKash, rocket,nagad)
01317- 833396 (Bkash).

আপনার ম্যাপ এর অবস্থা জানতে 01811-811182 নাম্বারের ইমু অথবা হোয়াটস অ্যাপে মেসেজ দিতে পারবেন। 

কুরিয়ার এর মাধ্যমে ম্যাপ নিতে যে তথ্য লাগবেঃ- 

১. নামঃ-
২. ঠিকানাঃ-
৩. মোবাইল নম্বরঃ-

For More Details Plz visit: 

অফিসঃ ময়নামতি ল্যান্ড সার্ভে,  মোল্লা মার্কেট (২য় তলা) হেমায়েতপুর বাস স্ট্যান্ড, সাভার, ঢাকা-১৩৪০.

Website: www.bdlandsurveyor.com
E-mail: bdlandsurveyor@gmail.com
Facebook & YouTube : BD Land Surveyor









Post a Comment

নবীনতর পূর্বতন
// JavaScript Code