ঢাকা - যাত্রাবাড়ীতে ভূমি জরিপ প্রশিক্ষণ সার্ভে- আমিনশীপ ট্রেনিং কোর্সে ভর্তি চলছে!! রিমন স্যারের "ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস" এখন স্থায়ী ভাবে যাত্রাবাড়ীতে, যিনি সারা দেশের হাজারের ও বেশি দক্ষ সার্ভেয়ার (আমিন) গড়ার কারিগর, দেশের প্রতিটা থানা উপজেলায় রিমন স্যারের একাধিক ছাত্র রয়েছে যারা দক্ষ সার্ভেয়ার হিসেবে , সরাসরি মাঠ পর্যায়ে কাজ করে চূড়ান্ত মাত্রায় সফল হয়েছেন, দক্ষতা ও সুনামের সহিত নিজ নিজ অবস্থানে কাজ করে যাচ্ছেন। রিমন স্যারের BD Land Surveyor ইউটিউব ও প্লে স্টোর এপ ব্যাবহার কারী প্রায় ১৫ লক্ষাধিক। অনলাইন ও অফলাইনে ২ জগতে স্যার সমান হারে অবাদান রেখেছেন, হাজারের ও বেশি শালিশে সফল সীমানা নির্ধারণ এর কাজ করেছেন, স্যারের তত্বাবধানে ক্লাস পরিচালিত হবে। প্রাক্টিকাল ক্লাস স্যার নিজে করাবেন। কেন্দ্র: ময়নামতি ল্যান্ড সার্ভে, যাত্রাবাড়ী শাখা ১/১৫/বি সবুজ বিদ্যাপিঠ সংলগ্ন, বিবির বাগিচা ১ নং গেইট, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা মোবাঃ 01790-503376 ভর্তির জন্য যোগাযোগঃ সার্ভেয়ার আনোয়ার হোসেন ( সিনিয়র প্রশিক্ষক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট). মোবাইলঃ 01790-503376 প্রথম ক্লাস: ২০ সেপ্টেম্বর, 2024 রোজ শুক্রবার সকাল 10.30 টায় ক্লাস শুরু হবে। প্রথম ক্লাসে ক্লাস করেও ভর্তি হতে পারবেন। মোট কোর্স ফি ৬০০০ টাকা , ভর্তি ফি ২,০০০ বাকি ৪০০০ পরিক্ষার সময় দিতে পারবেন। মাত্র ৬ মাসে এ ভূমি জরিপ শিক্ষার একটি বাস্তবমুখি পদক্ষেপ । [ কোর্স শেষে আমিনশীপ সরকার স্বীকৃত সারর্টিফিকেট প্রদান করা হবে ] যা দিয়ে দেশের যে কোন যায়গায় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করা যাবে। ক্লাসঃ প্রতি সপ্তাহে ১ দিন শুক্রবার ক্লাস শুরু হবে সকাল ১০.৩০ টা থেকে ফলে চাকরিজীবি, ছাত্র, শিক্ষক, এডভোকেট, ও অন্যান্য পেশার লোকেরা ও খুব সহজে অংশগ্রহণ করতে পারবে। ভর্তির যোগ্যতা; সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাশ উচ্চতর ডিগ্রিধারিগণ ও অংশগ্রহণ করতে পারবে। যারা যায়গা জমির পরিমাপ এবং দলিলপত্র, ম্যাপ ও খতিয়ান ও জমির আইন বিষয়ে শিখতে আগ্রহী তাদের জন্য " ভূমি জরিপ প্রশিক্ষন কোর্স "। এই কোর্স শেষে জমি সংক্রান্ত যে কোন জামেলা হতে মুক্ত থাকা যাবে। কোর্সটি তে মোট 40 টি পাঠ্যক্রম হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। " ক্লাসের মধ্যে সিএস এসএ, বিএস ম্যাপ মেপে দেখানো হয়। দলিলপত্র, ম্যাপ ও খতিয়ানএর বাস্তবমুখি এবং হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। কোর্সটিতে রয়েছে প্রাক্টিক্যাল ক্লাসের সুবিধা। সরাসরি ফিল্ডে গিয়ে জমির পরিমাপ করা শিখানো হয়। যারা স্থানীয় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ আমাদের ইন্সটিটিউট এর ছাত্ররা খুবই দক্ষতা ও সুনামের সাথে সারা বাংলাদেশে কাজ করছে। বড় বড় হাউজিং সোসাইটি, বিল্ডার্স কোম্পানি তে সার্ভেয়ার বা আমিন হিসেবে কাজ করতে পারবেন। " ডিগ্রীর চেয়ে কর্মের মর্যাদা কম নয় " ভর্তির জন্যঃ সার্ভেয়ার আনোয়ার হোসেন ( সিনিয়র প্রশিক্ষক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট). মোবাইলঃ 01790-503376 প্র‍্যাক্টিকাল ক্লাস করাবেন, জনাব মোঃ রিমন খান স্যার সিভিল কোর্ট কমিশনার জেলা জজ আদালত, ঢাকা প্রশিক্ষক পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট। পরিচালক, BD Land Surveor অনলাইন প্লাটফর্ম

Post a Comment

নবীনতর পূর্বতন