আমার খুব প্রিয় একজন ছাত্র সার্ভেয়ার নাহিদ সাহেব, (ভৈরব) কিশোরগঞ্জ জেলা জজ আদালতে সিভিল কোর্ট কমিশনার হিসেবে তালিকাভূক্ত হয়েছেন।

প্রথম কোটা আন্দোলনের যুগ্ম আহব্বায়ক থাকার জন্য বেশ কয়েকবার জেল খেটেছেন, সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিতে ছিলেন,
বেক্সিমকো তে চাকরি করা কালিন আমার এখানে হেমায়েতপুর ১ দিন আসেন, প্রত্যাশা ব্যাক্ত করেন এই পেশাতে কাজ শিখতে আগ্রহী প্রকাশ করেন, আমি আমার সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে শিখাতে পেরেছি, এখন উনার নিজের এলাকায় গুছিয়ে কাজ করে চূড়ান্ত মাত্রায় সফল,
আসলে জীবনের যে কোনো পরিস্থিতি থেকে যে ঘুরে ধারাণো যায়, এটার সুন্দর একটি উদাহরণ নাহিদ সাহেব,
এগিয়ে চলার পথে আপনাদের সহযোগিতা করতে পারায় নিজের ভিতর অসম্ভব রকমের ভালো লাগা কাজ করে, যেটা টাকা পয়সা দিয়া পাওয়া সম্বভ না।
দোয়া করি সফলতা অব্যাহত থাকুক, নিজের মধ্যে সততা, ধৈর্য ও পরিশ্রমী মানসিকতা ধরে রাখুন।

Post a Comment

নবীনতর পূর্বতন
// JavaScript Code