সব মিলিয়ে এক দিনে ৬ টি ভিন্ন ভিন্ন জমিতে ভূমি সংক্রান্ত বিরোধ বা শালিশ নিষ্পত্তি করে, যা আমাদের টিমের জন্য রেকর্ড,

তবে এটা কখনোই সহজ ছিলো না, এতো পরিশ্রমী ও দক্ষ টিম মেম্বার পাওয়াটা ও বিরাট একটা পাওয়া, আমার টিমে যারা আছে তাদের দক্ষতা অন্য লেভেলের, আমি নিজে সকলকে সাথে রেখে দক্ষ করেছি, প্রত্যেকটা সদস্য আমাকে অনুকরণ করে,

পরিমাপের তারিখঃ- ০২ নভেম্বর, ২০২৪

প্রতিটা মাপের আগে এবং পরে প্রত্যেকটা সদস্য কে আমার কাছে জবাবদিহি করতে হয়। পরিশ্রমী মানুষদের আল্লাহ সোবহানা তা আলা নিরাশ করেন না।

এভাবেই আমার টিম টা এগিয়ে যাক, হয়তোবা কোনো ১ দিন শুনবেন সারাদেশে ১০ টি শালিশ নিষ্পত্তির করেছি,


ভূমির মালিকদের ও ধন্যবাদ বরাবরের মতো আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য।

প্রয়োজনে,
01811-811182
01790-503376

আজকের মাপে যারা উপস্থিত ছিলেন,

১, মোঃ রিমন খান, সিভিল কোর্ট কমিশনার ঢাকা
২, সার্ভেয়ার রায়হান পারভেজ, খাড়াকান্দি, কেরানীগঞ্জ
৩, সার্ভেয়ার আনোয়ার হোসেন, হেমায়েতপুর
৪, সার্ভেয়ার টিপু সুলতান, ভাকুর্তা
৫, সার্ভেয়ার রবিন হোসেন, কামরাংগীর চর
৬, সার্ভেয়ার মমিন উদ্দিন, রাজবাড়ী সদর
৭, সার্ভেয়ার আরিফুল, রানিসংকৈল, ঠাকুরগাও
৮, সার্ভেয়ার রাসেল মোল্লা, হেমায়েতপুর
৯, সার্ভেয়ার শহীদুল ইসলাম, কোনাখোলা কেরানিগঞ্জ

চিত্রঃ- ১

চিত্রঃ- ২

চিত্রঃ- ৩

চিত্রঃ- ৪

চিত্রঃ- ৫

Post a Comment

নবীনতর পূর্বতন
// JavaScript Code