হোম আগামী ২৩ নভেম্বর শনিবার বাংলাদেশ সার্ভেয়ার সমিতির মহা সম্মেলন, MD Rimon Khan নভেম্বর ১৮, ২০২৪ 0 মন্তব্যসমূহ Facebook Twitter আগামী ২৩ নভেম্বর শনিবার বাংলাদেশ সার্ভেয়ার সমিতির মহা সম্মেলন, সম্মেলনের স্থানঃ-এ এম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ,৩ নম্বর রোড আলমনগর হাউজিং বাসস্ট্যান্ডে, হেমায়েতপুর, সাভার, ঢাকাইতিহাসের অংশ হওয়ার জন্য সকল সার্ভেয়ার দের আমন্ত্রণ জানাচ্ছি, এতো সার্ভেয়ার দের রেসপন্স পাচ্ছি চিন্তা করতেছি এতো মানুষ যায়গা দিতে পারবো কি না ? এদিন অনেক অদেখা, অচেনা মানুষের সাথে দেখা হবে, যাদের শুধু অনলাইনে দেখেছি কখনো সামনাসামনি দেখা হয় নি, সময় করে আসেন, সবার সাথে সবাই পরিচিত হবো। Facebook Twitter
একটি মন্তব্য পোস্ট করুন