![]() |
রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ- ৩১ ই মার্চ, ২০২৫ |
যারা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর ৬ মাস মেয়াদি সার্টিফিকেট ইন আমিনশীপ কোর্স এ পরিক্ষা দিয়ে সনদ বা সার্টিফিকেট পেতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। ক্লাস ছাড়া শুধু পরিক্ষা দিয়ে সনদ বা সার্টিফিকেট অর্জন করতে পারবেন। যেহেতু এই সনদ টা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে দেয়া হয়। তাই যারা মাঠে কাজ করেন তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে ও চাকুরী র বিবেচনায় অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন ।
সেশনঃ- জানুয়ারি-জুন ২০২৫, পরিক্ষা সম্ভাব্য জুলাই ২০২৫ এ হবে। তাদের আগামী ৩১ ই মার্চ, ২০২৫ এর মধ্যে রেজিষ্ট্রেশন কনফার্ম করতে হবে।
পরিক্ষা+রেজিষ্ট্রেশন+সনদ এর সর্বমোট খরচ ৩০০০ টাকা।
প্রথম ধাপে ২০০০ টাকা দিয়ে কনফার্ম করতে হবে। এক সেশনে ১৫০ জন ছাত্রের তথ্য দেয়া যায়। তাই আমাদের প্রথম ১৫০ জন এর তথ্য নেয়া হয়ে গেলে বাকিদের তথ্য নেয়ার সুযোগ নেই।
নারায়ণগঞ্জ এর সাইনবোর্ড এর পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট নিদিষ্ট তারিখ শুক্রবার এ ৬০ মার্ক এর লিখিত পরিক্ষা দিতে হবে। মোট ৫০০ মার্কস এর সিলেবাস। শুধু লিখিত ৬০ মার্ক, ও প্যাক্টিকাল ২০ মার্ক এর পরিক্ষা সশরিরে দিতে হবে। বাকি মার্ক ধারাবাহিক মূল্যায়ন করা হবে।
ভর্তি বা রেজিষ্ট্রেশন করতে চাইলে
MD Israil 01811-811182 only whats app.
Rimon sir 01832-421046 only , whats app
পরিক্ষা নারায়ণগঞ্জ এর সাইনবোর্ড এ পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট এ সরাসরি অংশগ্রহণ করতে হবে। মূল পরীক্ষা লিখিত আকারে নেয়া হয়। লিখিত পরিক্ষা ৬০ মার্ক এর মধ্যে সংক্ষিপ্ত, MCQ, শুন্যস্থান পূরণ, শুদ্ধ, অশুদ্ধ ইত্যাদি।
বিগত কয়েক বছর বোর্ড এর প্রশ্ন সলভ করলেই A+ পাওয়া সম্ভব । যে বই পড়তে হবে, ৬ মাস মেয়াদি আমিনশীপ কোর্স এর যে কোন বই। আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন। বই এর মূল্য ২৬০ টাকা। যারা মাঠে কাজ করেন তাদের জন্য ভালো সুযোগ।
রেজিষ্ট্রেশন করতে যা লাগবেঃ-
১। এস এস সি সার্টিফিকেট এর ছবি,
২। নিজের ছবি
৩। ভোটার আইডি কার্ড এর কপি। হোয়াটস এপের মাধ্যমে এই তথ্য গুলো দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
যখন এডমিট কার্ড আসবে বাকি টাকা পেমেন্ট করে পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন